AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO Protest: ‘এত চাপ নিতে পারছি না’, সিইও দফতরের সমানে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিএলও-দের

SIR in Bengal: বিএলও-দের আরও দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা থাকলেও এসআইআরের কাজের চাপে তাঁরা ছাত্রছাত্রীদের ঠিক করে পড়াতে পারছেন না। কেন এত চাপ এদিন আন্দোলন স্থল থেকে লাগাতার সেই প্রশ্ন তুলতে থাকেন বিএলও-রা।

BLO Protest: ‘এত চাপ নিতে পারছি না’, সিইও দফতরের সমানে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিএলও-দের
ফের বিক্ষোভ বিএলও-রাImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 23, 2025 | 4:55 PM
Share

কলকাতা: ফের বিক্ষোভে তৃণমূলপন্থী বিএলও-রা। তুমুল বিক্ষোভ সিইও দফতরের সামনে। বারবার নিয়ম বদলে হয়রানির অভিযোগ। কমিশনের নিষেধ সত্ত্বেও অনড় বিএলও-দের একাংশ। ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টার মধ্যেই তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। ওঠে স্লোগান। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। বিএলও-দের দাবি, ১১ ডিসেম্বরের মধ্যে তাঁরা তাঁদের কাজ সম্পূর্ণ করা সত্ত্বেও তাঁদের উপর এখন অতিরক্ত চাপ বাড়ানো হয়েছে, দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব। 

বিএলও-দের আরও দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা থাকলেও এসআইআরের কাজের চাপে তাঁরা ছাত্রছাত্রীদের ঠিক করে পড়াতে পারছেন না। কেন এত চাপ এদিন আন্দোলন স্থল থেকে লাগাতার সেই প্রশ্ন তুলতে থাকেন বিএলও-রা। সে কারণেই তাঁরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান। তবে এই প্রথম নয়, এসআইআরের মূল পর্ব চলার সময়েও দফায় দফায় বিএলও-দের বিক্ষোভ আছড়ে পড়েছে সিইও দফতরের সামনে। অসুস্থ বিএলও-দের নিয়েও চলেছে আন্দোলন। কাজের চাপে একের পর এক বিএলও-র মৃত্যুর খবরেও প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে চাপানউতোর কম হয়নি। 

একদিন আগেও সিইও দফতরের সামনে আছড়ে পড়েছিল বিএলও অধিকার মঞ্চের বিক্ষোভ। দফায় দফায় চলেছে আন্দোলন। একদিন পরেও ফের সেই একই ছবির পুনরাবৃত্তি। তাঁদের সাফ কথা, যতক্ষণ না তাঁদের কথা শোনা হবে, যতক্ষণ না তাঁরা ডেপুটেশন জমা দিতে পারছেন, যতক্ষণ না তাঁরা তাঁদের প্রশ্নের উত্তর পাচ্ছেন ততক্ষণ তাঁরা আন্দোলন থেকে সরছেন না। এদিকে কয়েক দিন আগে থেকেই সিইও দফতরের সামনে বিএলও অধিকার মঞ্চের তরফে একটি ধরনা মঞ্চও করা হয়। সেখান থেকেই চলছে অবস্থান বিক্ষোভ।