Partha Chatterjee:অন্য মুডে পার্থ: সবুজ পাঞ্জাবি পরে শুভেচ্ছা জানালেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, মেট্রো নিয়ে করলেন সওয়ালও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 22, 2022 | 2:27 PM

SSC Scam: বৃহস্পতিবার আদালতে হাজিরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানান সকলকে।

Partha Chatterjee:অন্য মুডে পার্থ: সবুজ পাঞ্জাবি পরে শুভেচ্ছা জানালেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে, মেট্রো নিয়ে করলেন সওয়ালও
আদালতে হাজিরা দেওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: লক্ষীবারে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সপ্রতিভ শারীরিক ভাষা, পোশাকে চাকচিক্য, কন্ঠে প্রত্যয়ী সুর। এ দিন আদালতে চত্বরে সাংবাদিকদের ভিড়ে বেশ শান্ত দেখায় পার্থকে। কিছুটা উৎসুক হয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। নতুন বছরে তৃণমূল কর্মীদের উদ্দেশে বার্তাও দেন প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে গত কয়েক মাস ধরে জেলে রয়েছেন তিনি। সিবিআই (CBI) মামলা থেকে কি জামিন মিলবে তাঁর? ১০ দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার ফের আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা তাঁকে। এই মামলায় ধৃত আরও সাত জনকেও আদালতে পেশ করা হয়েছে। এ দিন আদালতে ঢোকার মুখে পার্থর চোখ-মুখ বলে দিল তিনি আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী।

হাজিরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানান সবাইকে। তিনি বলেন, “আমি সর্বপ্রথম ২০২৩-এর নববর্ষের তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমস্ত সহকর্মীদের শুভেচ্ছা জানাই। বেহালা আমার অঞ্চল। সেখানে বসবাসকারী সব নাগরিকদের অভিনন্দন জানাই। একই সঙ্গে আমি কামনা করি জোকা থেকে তারাতলা মেট্রোরেল পরিষেবা যেন দ্রুত চালু হয়।”

জানা গিয়েছে, সিবিআই-এর আইনজীবীরা তাঁর বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ জোগাড় করেছেন সেগুলি আদালতে পেশ করা হবে এ দিন। জামিন হবে কি না সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আজও তাঁর শারীরিক অসুস্থতার কথা সামনে এনে জামিন চাইতে পারেন।

উল্লেখ্য, আগেও শর্ত সাপেক্ষে জামিন চেয়েছিলেন পার্থ। সিবিআই-র পোক্ত যুক্তি-জটে বারবারই আটকেছে তাঁর জামিন। প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেছেন তদন্তকারীরা। চার্জশিটে উঠে এসেছে ষড়যন্ত্রের অভিযোগ। ইডি-র মামলায় ইতিমধ্যেই ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। গত ১৫ ডিসেম্বর জেল থেকে ভার্চুয়ালি হাজিরা ছিল পার্থর। সেই মামলায় ৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত।

Next Article