West Bengal Weather Forecast: পুজোতেও ভিজবে বাংলা, বাদ যাবে না মহালয়ার দিনও, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

West Bengal, Kolkata Weather Tomorrow: এরই মধ্যে দুঃসংবাদ দিল মৌসম ভবন। পুজোতেও বাংলা বৃষ্টিতে ভিজতে পারে। গোটা সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও।

West Bengal Weather Forecast: পুজোতেও ভিজবে বাংলা, বাদ যাবে না মহালয়ার দিনও, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 02, 2025 | 11:37 PM

কলকাতা: যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে লাখ টাকার একটাই প্রশ্ন এখন পুজোয় কি বৃষ্টি হবে? নাকি জলের সঙ্গে ধুয়ে যাবে সব আনন্দ। ইতিমধ্যেই আরও একটি নিম্নচাপের জন্ম হয়ে গেছে। তার প্রভাবে বৃষ্টি চলছে। এরই মধ্যে দুঃসংবাদ দিল মৌসম ভবন। পুজোতেও বাংলা বৃষ্টিতে ভিজতে পারে। গোটা সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও।

হাওয়া অফিস সূত্রে খবর, সেপ্টেম্বর বর্ষা থাকবে। বিদায় নেবে না। তার জন্য বৃষ্টির একটা আশঙ্কা ছিলই। এর সঙ্গে মৌসম ভবন জানিয়েছিল এই মাসে স্বাভাবিকের থেকে তুলনামূলক বেশি হবে। ফলে পুজোর কেনাকাটা, পুজোর প্রস্তুতি, মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরি এই সমস্ত কিছুতে নাজেহাল হতে হবে বাঙালিকে।

আজ (মঙ্গলবার) মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র ও আলিপুর আবহাওয়া দফতর সাংবাদিক বৈঠক করে আলাদাভাবে বলে দিয়েছে যে, পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে কতটা বৃষ্টি হবে, রোজ বৃষ্টি হবে কি না, পুজো ভেসে যাবে কি না এটা এখনও স্পষ্ট নয়। তবে মহালয়ার সপ্তাহে ভালই বৃষ্টি হবে যা পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।