Weather Updates: মঙ্গলেই ৫ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস, প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজবে কলকাতা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 13, 2023 | 8:34 PM

মঙ্গলেই টুক-টাক শব্দে নামতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও হাওয়া অফিস জানিয়েছে।

Weather Updates: মঙ্গলেই ৫ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস, প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজবে কলকাতা
শিলাবৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা।

Follow Us

কলকাতা: ফাল্গুন শেষ হয়ে চৈত্র আসতে চলেছে। এর মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)! বঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Offiece)। মঙ্গলেই টুক-টাক শব্দে নামতে পারে শিলাবৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বুধ থেকে ভিজতে পারে কলকাতা, হাওড়া সহ দক্ষিণের জেলাগুলি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কালই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তার একদিন পর অর্থাৎ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। তবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
কলকাতা, হাওড়া সহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং বৃহস্পতি ও শুক্রবার থেকে ভিজবে দক্ষিণবঙ্গ।পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও হাওয়া অফিস জানিয়েছে।

এদিকে, ফাল্গুনেই গরমের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। বলা যায়, বসন্তেই বৈশাখের ছ্যাঁকা লাগছে। উত্তর থেকে পশ্চিম, দক্ষিণ- সব জেলাতেই ইতিমধ্যে দাবদাহ শুরু হয়েছে। মানুষ থেকে প্রাণিকুলের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ।

Next Article