
কলকাতা: এবছর ঝোড়ো ব্যাটিং করেছে শীত। জানুয়ারির শুরু থেকেই চলেছে শীতের খেলা। এবার শীতের শীতঘুমে যাওয়ার পালা! পৌষের সংক্রান্তি গিয়েছে সদ্য। সঙ্গেই চলে যাচ্ছে শীত। মাঘ মাস পড়ার পর এবার বদলাতে শুরু করেছে আবহাওয়া। কয়েকদিন আগে যে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, তা এবার শেষ হওয়ার পথে। যদিও যাওয়ার আগে একটু নামল কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার কলকাতার তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
ঝঞ্ঝার দাপটে হারাচ্ছে শীত
রবিবার থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু রাতে নয়, দিনেও বাড়বে তাপমাত্রা। আজ থেকেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে কাশ্মীরে। আর সেই ঝঞ্ঝার জেরে দুর্বল হয়ে পড়বে উত্তুরে হাওয়া। একটা নয় একাধিক ঝঞ্ঝা তৈরি হচ্ছে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবারই। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৯ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে। ফলে, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে।
এছাড়াও লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায়, কেরল উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
কুয়াশার দাপট বাড়ছে
শনিবার থেকে সোমবার পর্যন্ত বাড়বে কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
পারদ কত থাকবে কলকাতায়
আগামী দুই-তিনদিন শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা।
সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ।
তাপমাত্রা বাড়বে উত্তরেও
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কোনও হেরফের নেই আগামী পাঁচ দিন। একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।