Winter in Kolkata: মরশুমের শীতলতম ভোর কলকাতায়
Kolkata Weather: আজ-কাল কুয়াশার ঘনঘটা বেশ কিছু জেলায়। ঘন কুয়াশা হতে পারে পশ্চিমের ও উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে আসতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
কলকাতা: এবার যেন একেবারে চেনা ছন্দে শীত। শীতলতম দিন দেখল কলকাতা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ৬ ডিসেম্বর শহরের তাপমাত্রা নেমেছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পারাপতন দেখা গিয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। আজ-কাল কুয়াশার ঘনঘটা বেশ কিছু জেলায়। ঘন কুয়াশা হতে পারে পশ্চিমের ও উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে আসতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর।

