Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, শীত পড়ার শুরুতেই বাংলার অবস্থা কীরকম হবে, জানুন এখনই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2022 | 12:55 PM

Weather Update: ঘূর্ণিঝড় মান্দাস-এর পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাহলে কি ফের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলায়?

Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, শীত পড়ার শুরুতেই বাংলার অবস্থা কীরকম হবে, জানুন এখনই
ফাইল ছবি।

Follow Us

কমলেশ চৌধুরী: ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় মান্দাস-এর পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাহলে কি ফের ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলায়? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় বৃষ্টির আশঙ্কাও নেই। তবে বায়ুপ্রবাহ বদলে আংশিক মেঘলা হতে পারে আকাশ। এর প্রভাব অন্যভাবে পড়তে পারে বাংলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আকাশ মেঘলা হতে পারে। কমতে পারে ঠান্ডা আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার পরিণত হবে গভীর নিম্নচাপে। তার পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এগোবে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে। ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড়ের নামটি সৌদি আরবের দেওয়া। অর্থ, ভেলা।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।  মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। গত দুদিন ধরে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ ওঠানামা করছে। শীত শীত ভাবটা বেশ ভালই অনুভূত হচ্ছে।

তবে উত্তুরে হাওয়ার হেরফেরে পারদও ওঠানামা করছে। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়তে চলেছে, সেটাই দেখার।

Next Article