কলকাতা : রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে আগেই। কাঠফাটা রোদে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। বেশ অনেকদিন হয়ে গেল বৃষ্টি কিংবা ঝড়ের মুখ দেখেননি শহরবাসী। কালবৈশাখীরও দেখা মেলেনি এবার। অবশেষে হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে প্রবল তাপে। আর উত্তরে বৃষ্টি চলছে। আরও ৪৮ ঘণ্টা এই পরিস্থিতিই থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে শুক্রবার থেকে একটু একটু করে স্বস্তি ফেরার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানাল হাওয়া অফিস।
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গ লাগোয়া নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহেও কলকাতায় বৃষ্টিক কোনও সম্ভাবনা নেই। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে।
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলে জানা গিয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি দুটোই থাকবে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের অন্য পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে আরও।
বুধবার কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়াই জারি থাকছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা একই রকম অস্বস্তি অব্যাহত থাকবে। এ দিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ শতাংশ। বৃষ্টি হয়নি।
আবহাওয়ার কারণে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলার জেলাশাসককে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।
আরও পড়ুন : Dakshineswar Temple: বছরের পর বছর ভুয়ো নির্বাচন! টাকার হিসেব কোথায়? দক্ষিণেশ্বর মন্দির নিয়ে মামলা হাইকোর্টে