Weather Update: আর কতদিন চলবে বৃষ্টি? দিন জানাল হাওয়া-অফিস

Weather Update: হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বাংলার সক্রিয় বর্ষার বাতাস। সঙ্গে দোসর গাঙ্গেয় বঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দুটি অক্ষরেখা।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ।  আর তাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে।

Weather Update: আর কতদিন চলবে বৃষ্টি? দিন জানাল হাওয়া-অফিস
ফাইল ছবিImage Credit source: PTI

Jul 07, 2025 | 4:40 PM

 কলকাতা: সকালে অফিসে বেরোচ্ছেন…জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন আকাশ পরিস্কার… ঠিকঠাকই আছে… বেরিয়ে পড়লেন, মাঝরাস্তায় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি! চলতে চলতে ব্যাগ থেকে বার করলেন ছাতা, কোনওমতে গায়ে জড়ালেন রেনকোট!  কয়েক মিনিটেই বৃষ্টি উধাও! ভ্যাপসা গরমে ঘেমেনেয়ে একাকার অবস্থা!  এই বৃষ্টি-এই নেই! গত দুতিন ধরে এই চলছে বাংলায়। কিন্তু কতদিন?

হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বাংলার সক্রিয় বর্ষার বাতাস। সঙ্গে দোসর গাঙ্গেয় বঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দুটি অক্ষরেখা।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ।  আর তাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। ফলে ছাতা-রেনকোট সঙ্গে রাখতেই হচ্ছে। ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।  পাশাপাশি আরও একটা বিষয়, কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। একই পূর্বাভাস থাকছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের জন্য।

তবে সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে, নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড- ছত্তীসগঢ়ের দিকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।

একটা কথা রাখতেই হচ্ছে, যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওরা পরও এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাই বেশি, ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের এখনও অপেক্ষা করতে হবে ৮ তারিখ পর্যন্ত।