Weather Update: বৃষ্টি কাটলে ফিরবে শীত? নাকি এ বারের মতো বিদায়? কী বলছে হাওয়া অফিস…

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 22, 2022 | 5:54 PM

Weather in Kolkata: যত বেলা গড়াচ্ছে, ততই বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া (Weather Update in Kolkata)? শীত কি এবার পুরোপুরি বিদায় নিয়ে নিল?

Weather Update: বৃষ্টি কাটলে ফিরবে শীত? নাকি এ বারের মতো বিদায়? কী বলছে হাওয়া অফিস...
কেমন থাকবে আবহাওয়া?

Follow Us

কলকাতা : শীত (Winter in Kolkata) প্রায় নেই বললেই চলে। রাতের দিকে এবং ভোরের বেলা হালকা শীতের অনুভূতি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাও উধাও। যত বেলা গড়াচ্ছে, ততই বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া (Weather Update in Kolkata)? শীত কি এবার পুরোপুরি বিদায় নিয়ে নিল? আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য জানানো হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় অন্তত রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তবে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে রাতের তাপমাত্রা। এদিকে আবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকেই রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবারের আগে পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে ২৬ ফেব্রুয়ারি (শনিবার) – এই কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবার ২৫ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ২৬ ফেব্রুয়ারি ফের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম – এই জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং – এই দুই পাহাড়ি জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটের উপর প্রায় সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস।

উল্লেখ্য, এই বার শীতের মরশুমে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে একাধিকবার বৃষ্টি হতে দেখা গিয়েছে। বৃষ্টির সময় আবহাওয়ায় বদল হলেও বৃষ্টির ভ্রুকুটি কেটে যাওয়ার পর ফের রাজ্যে শীত ফিরেছে গত দেড় মাসে। এবারও কি বৃষ্টি কাটলে ফের রাজ্যে শীত ফিরবে? এ ক্ষেত্রে কিন্তু আশাহত করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ঠান্ডা ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আলিপুর থেকে।

আরও পড়ুন : AMTA Student Death: পুলিশ, ক্ষমতা আর রিজওয়ান- ১৫ বছর আগের স্মৃতি উস্কে দিচ্ছে আনিস মৃত্যু রহস্য

আরও পড়ুন : Bus Fare: বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া? পরিবহন দফতরের থেকে হলফনামা চাইল হাইকোর্ট

 

Next Article