AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: আর মাত্র ২৪ ঘণ্টা, তারপরই… এই দুর্যোগের জন্য কি তৈরি আছে কলকাতা? কী হলে আগামী ৪ মাস

Weather Update: মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বুধ-বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়বে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Weather Update: আর মাত্র ২৪ ঘণ্টা, তারপরই... এই দুর্যোগের জন্য কি তৈরি আছে কলকাতা? কী হলে আগামী ৪ মাস
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2025 | 11:19 AM

কলকাতা: কখনও মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টির জেরে তাপমাত্রা সেভাবে বাড়তে পারেনি এবার। তাপপ্রবাহ থেকেও রক্ষা পেয়েছে দক্ষিণবঙ্গ। কখনও দিনে, কখনও রাতে বৃষ্টিতে ভিজছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। বইছে ঝড়ো হাওয়াও। মাত্রাছাড়া গরম থেকে এবার কিছুটা হলেও স্বস্তি মিলেছে। আর এবার এল আরও একটা সুখবর। বর্ষা আসছে আর ২৪ ঘণ্টা পরই। তবে পরিস্থিতির জন্য কি তৈরি কলকাতা?

সময়ের সাতদিন আগেই বর্ষা আসছে কেরলে। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, আগামীকাল, রবিবার থেকেই কেরলে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি। রবিবারই বর্ষা ঢুকবে উত্তর-পূর্ব ভারতেও। এদিকে, আরব সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শনিবারই সেটা এগিয়ে এসে স্থলভাগে ঢুকবে। ফলে, দেশের পশ্চিম উপকূল জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা মনে করছেন, এবার অল্প সময়ে বেশি বৃষ্টিতেই বাড়তে পারে দুর্যোগের আশঙ্কা। বেঙ্গালুরু, মুম্বইতে জল জমে যে দুর্দশার ছবি সামনে আসে, সেই একই ছবি এবারও দেখা যাবে, এমনই আশঙ্কা রয়েছে। বর্ষার আগেই হাবুডুবু খেতে পারে একের পর এক মেগাসিটি।

এরই মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্যও। এবার স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে কি ভাসবে কলকাতাও? সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুরসভা কি আদৌ তৈরি? অপর্যাপ্ত নিকাশিই কি আগামী ৪ মাস উদ্বেগে রাখবে কলকাতা পুরসভাকে? প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, এবার বর্ষায় প্লাবন ঠেকানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে প্রশাসনের কাছে।

আষাঢ়ের আগে জ্যৈষ্ঠেই ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়। আগামী সপ্তাহেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বুধ-বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়বে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে।