Weather Update: চড়ছে পারদ, বাড়ছে রোদের দহন জ্বালা, দোলে কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Weather update 12 March: এদিকে, কাঠফাটা রোদে সামান্য বৃষ্টির জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। তবে এখনই রেহাই মিলছে না।

Weather Update: চড়ছে পারদ, বাড়ছে রোদের দহন জ্বালা, দোলে কেমন থাকবে আবহাওয়া?
দিন-দিন বাড়ছে গরম (প্রতীকী ছবি)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2022 | 10:22 AM

কলকাতা: মার্চ পড়তে না পড়তেই চড়া রোদে প্রাণ ওষ্ঠাগত সকলের। একটু বেলা বাড়তেই রীতিমত হাঁসফাঁস করতে হচ্ছে। রোদ চশমা, ছাতা ছাড়া বাইরে বেরোনোই দায় হয়ে পড়েছে এখন। তবে এই মাসের শুরুতেও কিন্তু তাপমাত্রা এমনটা ছিল না। হালকা শীতের আমেজ ছিল। পাশাপাশি সঙ্গী ছিল বৃষ্টি। কিন্তু দিন যত এগোচ্ছে চড়া রোদ আর গরমের বাড়বাড়ন্ত ততটাই বেড়েছে। পাশাপাশি ত্বকে পড়ছে টান।

এদিকে, কাঠফাটা রোদে সামান্য বৃষ্টির জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে। তবে এখনই রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই। অর্থাৎ এই কাঠফাটা গরম সহ্য করতে হবে। এদিকে, ১৭ মার্চ দোল এবং ১৮ তারিখ হোলি। আর দোলে এখনও অবধি আবহাওয়ার যা খবর মিলছে তাতে বৃষ্টির কোনও সম্ভবনা নেই বললেই চলে। রঙের উৎসবে মাততে যে যথেষ্ঠ কালঘাম ছুটবে তা বলার অপেক্ষা রাখে না। দোলের দিন যে ভালোই গরম অনুভূত হবে তার পূর্বাভাস আগে থেকেই করছে আবহাওয়া দফতর। মোট কথা এখনই আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, যত দিন এগোবে দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বৃদ্ধি পাবে। কলকাতায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৪ ডিগ্রি। চলতি সপ্তাহের মাঝামাঝিতেই পৌঁছে যাবে তাপমাত্রার পারদ। অন্যদিকে, সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২১ থেকে ২২ ডিগ্রির আশেপাশে। তবে শীত শেষে গরম পড়তে শুরু করলেও এই ভ্যাপসা আবহাওয়া থাকে অন্তত পক্ষে তিন থেকে চারদিন থাকবেই।

আরও পড়ুন: Murshidabad Crime: বাড়িতে হঠাৎ হাজির জামাই, পরে এলাকাবাসী শাশুড়িকে যে অবস্থায় দেখলেন তা কল্পনারও অতীত

আরও পড়ুন: Raniganj: খালি বোতলের মালা পরিয়ে, কাঠফাটা রোদে বসিয়ে ইঞ্জিনিয়ারকে হেনস্থা তৃণমূল নেতার! তারপর…