আজ জানুয়ারির শীতলতম দিন, হালকা বৃষ্টিরও পূর্বাভাস

Jan 28, 2021 | 11:01 AM

এর আগে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ১ জানুয়ারি, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ জানুয়ারির শীতলতম দিন, হালকা বৃষ্টিরও পূর্বাভাস
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: মাঘের মাঝামাঝি শীতের ভেল্কিবাজি বাংলায়। জবুথবু কলকাতা। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে উত্তুরে হাওয়া ঢুকছে হু হু করে। এর জেরেই নামছে পারদও। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। জানুয়ারির শীতলতম দিন আজই।

এর আগে সবচেয়ে কম তাপমাত্রা ছিল ১ জানুয়ারি, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর বেশ কিছু দিন শীতের অনুভূতি ছিলই না শহরে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার জোড়া ফলায় আটকে পড়েছিল উত্তুরে হাওয়া। এখন উত্তুরে-পশ্চিমি বাতাসের পথে কোনও বাধা নেই। তাই এই পারদপতন।

আরও পড়ুন: ‘অভিষেক-বিনয় মিশ্র একই বিমানের যাত্রী’, বিস্ফোরক দাবি নিশীথের

বুধবার বিকেলের পর থেকেই কনকনে হাওয়ার দাপট অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সে দাপট আরও খানিকটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় পারদ নিম্নমুখীই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা এদিনও জারি। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। কোচবিহারে ২০০-৫০০ মিটারের মধ্যে দৃশ্যমানতা। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে দু’ এক পশলা বৃষ্টিও হতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।