কুয়াশা, মেঘলা আকাশ, আজও দিনভর শীতের আমেজ শহরে

Jan 30, 2021 | 9:58 AM

উত্তরবঙ্গে শনিবারও ঘন কুয়াশার দাপট। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পারদ নামবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কুয়াশা, মেঘলা আকাশ, আজও দিনভর শীতের আমেজ শহরে
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য উপরে থাকলে শনিবারও শীতের আমেজ কলকাতায়। আংশিক মেঘলা আকাশ আর উত্তুরে হাওয়ার ছোটাছুটিতে ভালই ঠান্ডা মালুম হবে দিনভর। রবিবারও পারদ থাকবে নিম্নমুখী।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। শুক্রবার যা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। তবে মেঘলা কিংবা আংশিক মেঘলা আকাশ হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সারাদিনের সঙ্গী। রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর-পশ্চিম ভারতে ফের আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারির শুরুতে। তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশে।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: পুলিশের হাতে আরও সিসিটিভি ফুটেজ, ক্যাব থেকে ঘটনাস্থলের দিকে ওরা কারা!

উত্তরবঙ্গে শনিবারও ঘন কুয়াশার দাপট। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পারদ নামবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে আরও ২৪ ঘণ্টা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নামবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সর্তকতা।

Next Article