AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাপমাত্রা কমলেও, শীতের বিদায়বেলা এসেই গেল!

ঘন কুয়াশায় ঢাকা গোটা ডুয়ার্স। দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকে বানারহাট, নাথুয়া এবং ধুপগুড়িতে তিনটি পথ দুর্ঘটনা ঘটেছে। সামান্য আহত হয়েছেন বাইক চালকরা।

তাপমাত্রা কমলেও, শীতের বিদায়বেলা এসেই গেল!
ফাইল চিত্র।
| Updated on: Jan 26, 2021 | 9:41 AM
Share

কলকাতা: তাপমাত্রা সামান্য কমলেও সে অর্থে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই শহরে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস উপরে। ভোরের দিকে ঠান্ডা থাকলেও বেলা গড়াতেই বাড়বে গরম। আগামী কয়েকদিন ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা।

উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে। কোথাও তা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে মাঝারি কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ বাকি জেলায়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে সারাদিন আংশিক মেঘলা আকাশ।

আরও পড়ুন: সাতসকালে ফের আগুন শহরে, ভস্মীভূত ৮-১০টি ঝুপড়ি

এবার ধীরে ধীরে পিঠ দেখাতে শুরু করছে শীত। গত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝা বা পূবালি হাওয়ার কারণে বারবার পারদ ওঠানামা করছে। অনেকেরই আশা, মাঘটুকু অন্তত শীতের আদর মিলবে। হাওয়া অফিস বলছে, শীতের হালকা আমেজ থাকলেও কনকনে শীত ফেরার সম্ভাবনা প্রায় নেই।