
কলকাতা: ডিসেম্বর মাস প্রায় শেষ হওয়ার পথে। শীতপ্রেমীরা এখনও খুশি হতে পারছেন না। মাঝেমধ্যে উত্তরের হাওয়া কাঁপুনি ধরালেও শীত ঠিক জমছে না। সামনেই বড়দিনের ছুটি। জাঁকিয়ে শীত না পড়লে পিকনিকে গিয়েও মজা পাওয়া যাবে না। তবে এবার সুখবর দিল আবহাওয়া দফতর। বাধা কাটছে ক্রমশ।
পশ্চিমী ঝঞ্ঝা সরলেই জমিয়ে শীত পড়বে বাংলায়। কুয়াশার দাপট কমে স্বমহিমায় ফিরবে ‘শুকনো’ শীত। বড়দিনের ঠিক পরই ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমাঞ্চল বা পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে কোনও বড় বাধা আর নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদদের অনুমান ছিল, হিমেল হাওয়ার পথে কাঁটা হয়ে থাকবে এই ঝঞ্ঝা। ফলে বড়দিনে তার আগে-পরে শীত পড়বে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। ঝঞ্ঝা জেরেই গত কয়েকদিন পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। কুয়াশার দাপটে গত শনিবার নদিয়ায় নামতেই পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান।অবশ্য এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
এদিকে, শীতের ভরা মরসুমে দার্জিলিঙে পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনে উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া ছিল একই রকম। কিন্তু সবটাই এবার বদলে যেতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে দার্জিলিঙের পারদ বাড়তে চলেছে এক ডিগ্রি। ফলে উত্তরে বড়দিনের একটু কমবে শীত।