Weather Update: ৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, আপনার জেলায় কত? একনজরে দেখে নিন
Weather Update: শনিবার পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন সেটা স্বাভাবিকের নীচেই থাকবে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতা: তাপমাত্রা কমতে কমতে ১৪ ডিগ্রির ঘরে পৌঁছেছিল কলকাতায়। আরও একটু নামবে বলে আশা করেছিলেন শীতপ্রেমীরা। কিন্তু তার আগেই থমকে গেল পারদ। উঠল ১৫ ডিগ্রিতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে ও রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের বেলায় বাড়ছে পারদ। তবে অন্যান্য জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। কোথাও কোথাও পড়েছে হাড়-কাঁপানো ঠান্ডা।
হাওয়া অফিসের রিপোর্ট বলছে, সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। পশ্চিমের জেলায় ও উপকূল সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা বেশি হতে পারে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।
শনিবার পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন সেটা স্বাভাবিকের নীচেই থাকবে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উত্তরবঙ্গে সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কোথায় কত তাপমাত্রা
