জোড়া ঘূর্ণাবর্তের দোসর মৌসুমী অক্ষরেখা, আগামী ৪ দিন বৃষ্টিপাত বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে

আগামী ৪ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

জোড়া ঘূর্ণাবর্তের দোসর মৌসুমী অক্ষরেখা, আগামী ৪ দিন বৃষ্টিপাত বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে
ভারী বৃষ্টির ভ্রুকূটি রয়েছে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ভুগতে হতে পারে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার একটা বড় অংশকে। পাশাপাশি জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম ও মেদিনীপুরেও বৃষ্টির পরিমাণ ভালই হওয়ার সম্ভাবনা। মেদিনীপুর শহর এলাকার জন্যও রয়েছে একই পূর্বাভাস। 
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 7:41 PM

কলকাতা: ঝলমলে রোদ ওঠার কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না বঙ্গে। বিগত এক সপ্তাহ ধরে বর্ষণ চলছেই। কবে থামবে? এখনও পর্যন্ত কোনও আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, আপাতত বৃষ্টি বন্ধ হচ্ছে না। আগামী ৪ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

হাওয়া অফিস জানাচ্ছে, ২৪ জুন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার মতো জেলায়। ২৫ জুন তারিখে দক্ষিণের জেলাগুলি ভিজবে। হালকা বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। ২৬ জুন বাংলাদেশ সংলগ্ন জেলা যেমন মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাত হবে বলে অনুমান আবহাওয়া দফতরের। ২৫ জুন দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে। কলকাতায় আগামী ৪ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন: ‘বিজেপিতে থাকতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে’, শাসালেন দিলীপ, সুর নরম সৌমিত্রর

কিন্তু এত মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত কেন? হাওয়া অফিস জানাচ্ছে, এই বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা বর্তমানে উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। এ ছাড়াও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উপর। ২৬ জুন সেই কারণে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনায় একটু বেশি বৃষ্টিপাত হবে। জলস্তর খানিকটা হলেও বাড়তে পারে।

আরও পড়ুন: অসুস্থ অমিত মিত্র, বিধানসভায় বাজেট পেশ করার গুরুদায়িত্ব পার্থর কাঁধে