
কলকাতা: গত ৪৮ ঘণ্টায় খুব একটা বৃষ্টি হয়নি। শুক্রবার রোদও উঠেছিল ঝলমলিয়ে। কিন্তু এ সুখ বেশিদিনের জন্য স্থায়ী হওয়ার নয়। জল-যন্ত্রণার ছবি ফেরা কেবলই সময়ের অপেক্ষা। কারণ, শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, একটি সুস্পষ্ট নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের ধাক্কা কাটতে না কাটতেই আরেকটি ঘূর্ণাবর্ত ২৬ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের অভিমুখ উত্তর বঙ্গোপসাগরে দিকে।

মহালয়ার ভোরেও বৃষ্টির পূর্বাভাস।

বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই , (ফাইল ছবি)

আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস (ফাইল ছবি)

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর ? (ফাইল চিত্র)