Weather Update: বাংলায় জারি রেড অ্যালার্ট, শুরু প্রবল দুর্যোগ, সন্ধ্যা নামতেই লণ্ডভণ্ড হয়ে গেল সব…
Weather Update: বৃষ্টিতে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া স্টেশনে। বিদ্যুতের তার ঠেকে রয়েছে লোহার পোলের সঙ্গে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বৃষ্টিতে টিনের শেড ফুটো হয়ে অঝোরে জল পড়ছে।

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। জারি করা হয়েছিল সতর্কবার্তাও। সন্ধ্যের ঠিক আগেই শুরু দুর্যোগ। রাজ্যের একাধিক জায়গায় জারি লাল ও কমলা সতর্কতা। কোথাও কোথাও ইতিমধ্যেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই সঙ্গে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার দিনভর ছিল ভ্যাপসা গরম। আর সন্ধ্যা হতেই নেমেছে বৃষ্টি। বাঁকুড়ায় শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিতে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া স্টেশনে। বিদ্যুতের তার ঠেকে রয়েছে লোহার পোলের সঙ্গে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বৃষ্টিতে টিনের শেড ফুটো হয়ে অঝোরে জল পড়ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর হুগলি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া লাল সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে।
দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। কলকাতা সহ সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা। ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
