AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather Update: মেঘ পিওন এইমাত্র চিঠি দিয়ে গেল কলকাতায়, শুরু হল বৃষ্টি

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে হাওড়ার কিছু জায়গা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

Latest Weather Update: মেঘ পিওন এইমাত্র চিঠি দিয়ে গেল কলকাতায়, শুরু হল বৃষ্টি
বৃষ্টি কিন্তু হলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 2:26 PM
Share

কলকাতা: গত দু’দিন হল আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টি হচ্ছে না। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বৃষ্টি কবে হবে? বর্ষা কবে আসবে? প্রশ্ন ঘুরছে। কিন্তু উত্তর ঠিকমতো আসছে না। এরই মধ্যে খানিকটা সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার কিছু জায়গা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এর মধ্যে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে হাওয়া। পড়তে পারে বাজ। বজ্রাঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ।

এ দিকে, আজ তীব্র গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি নেমেছে ঘাটাল মহকুমা জুড়ে। বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমজনতার মধ্যে। তুমূল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট অব্যাহত। সঙ্গে চলছে বিদ্যুতের ঝলকানি।

এ দিকে, হাওয়া অফিস বলছে বর্ষার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আর দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু।