Weather Update: বড় খবর! রাজ্যে পড়ল জাঁকিয়ে শীত, তবে আগামী কয়েকদিনে রাজ্যে কী রকম থাকবে আবহাওয়া?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2021 | 8:10 AM

Weather Update: জাওয়াদের প্রভাব সেভাবে রাজ্যে পড়েনি। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম বাংলা। গত কয়েকদিনে কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও, সেভাবে ঠান্ডা পড়েনি।

Weather Update: বড় খবর! রাজ্যে পড়ল জাঁকিয়ে শীত, তবে আগামী কয়েকদিনে রাজ্যে কী রকম থাকবে আবহাওয়া?
শীতের আমেজ (ফাইল চিত্র)

Follow Us

কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার পাশ কাটিয়ে অবশেষে রাজ্যে এল শীত। মাঝ ডিসেম্বরে শীতের দেখা পেয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন রাজ্যবাসীও।

দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে এল শীত। অর্থাৎ ডিসেম্বর মাসের এই সময় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক। শীতের স্বাভাবিক তাপমাত্রা আজ থেকে কমবে। সোমবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। কমল সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের দুই ডিগ্রি কম। আজ প্রধানত আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ রোদ্রউজ্জ্বল দিন থাকবে। রাতের তাপমাত্রা কমবে। জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি কমবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

জাওয়াদের প্রভাব সেভাবে রাজ্যে পড়েনি। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম বাংলা। গত কয়েকদিনে কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও, সেভাবে ঠান্ডা পড়েনি। ক্যালেন্ডারে মাস কিন্তু এটাই। এই সময় থেকেই ভালভাবে শীত অনুভূত হয়। একটা বৃষ্টি বৃষ্টি ব্যাপার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাই থেকেই তামপাত্রা নামতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন।

আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, শনিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা নামতে শুরু করবে। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। উত্তুরে হাওয়া যে রাজ্যের উপর দিয়ে বইছে, তা কিছুদিন ধরেই টের পাওয়া যাচ্ছিল। কালীপুজোর আগে থেকেই রাত ও ভোরের দিকে শীতের আমেজ পাওয়া যাচ্ছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। কিন্তু মাঝে বাধ সাধে পশ্চিমী ঝঞ্ঝা।

হাওয়া অফিসের অধিকর্তা জানাচ্ছেন, নভেম্বরের ১০ তারিখের মধ্যে এতটা পারদ-পতন কলকাতায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। তার আগে ২০০৫ সালে।২০১৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৫ সালে ছিল ১৮.২ ডিগ্রি।

আবহাওয়াবিদরা বলছেন, আর কোনও রকম অঘটন না ঘটলে আগামী কয়েকদিন রাজ্যে স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে। রোদ ঝলমলেও থাকবে আকাশ। বঙ্গবাসীদের কামনা, ফের যেন কোনও রকমের ‘ঝঞ্ঝা’ মাথাচাড়া না দিয়ে ওঠে।

আরও পড়ুন: Crime Case: ‘১০ বছর পুরসভা চালিয়ে এখন ইস্তাহারে নারী সুরক্ষার কথা বলছে’, মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে তোপ বিজেপির

আরও পড়ুন: Griha Laxmi Scheme: তৃণমূল জানে ক্ষমতায়ও আসবে না, ৫ হাজার টাকা দিতেও হবে না, ‘গৃহলক্ষ্মী’কে খোঁচা সুকান্তের

Next Article