Weather News: পালাচ্ছে শীত, ডিসেম্বরে এ কেমন ভোল বদল আবহাওয়ার?
Weather News: কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।
কলকাতা: হঠাৎ উধাও শীত। বাড়ল তাপমাত্রাও। আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা উপরের দিকেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে। এদিন কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ভোরের দিকে কিংবা সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যাবে। শুধু আজই নয়, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে জেলায় জেলায়।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে।
কমেছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। তাতেই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।
ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এখনই শীত ফেরার আশা কম। অন্তত আগামী ১০ দিন তো শীত ফেরার সম্ভাবনাই নেই। কলকাতার তাপমাত্রা আপাতত ১৬-১৭ ডিগ্রিতেই ঘোরাফেরা করবে। জেলার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রির আশপাশে। খুব একটা ঠান্ডা পড়ার আশা নেই।