Weather Update: সরছে নিম্নচাপ, দুর্যোগ তাতে আরও বাড়বে আপনার! কেন?

Weather Update: গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে, সরলেও নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়।  দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও সতর্কতা।  দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে।

Weather Update:  সরছে নিম্নচাপ, দুর্যোগ তাতে আরও বাড়বে আপনার! কেন?
আরও বাড়বে দুর্যোগImage Credit source: TV9 Bangla

Jul 15, 2025 | 6:20 PM

 কলকাতা: নিম্নচাপ সরবে, কিন্তু তাতেই রেহাই নেই বাংলার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে। আরও ভাল করে বলতে গেলে, কলকাতা থেকে ৯০ কিলোমিটার উত্তরে এবং  বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে।  ২৪ ঘণ্টায় এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।

গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে, সরলেও নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়।  দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদেও সতর্কতা।  দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে।

কাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডের জলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এখন ধানবাদ ৪০ কিমি দূরে অবস্থান গভীর নিম্নচাপ । ঝাড়খণ্ড ভাসিয়ে বিহার হয়ে উত্তরপ্রদেশে সরবে গভীর নিম্নচাপ।

উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনি এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।