Today’s Latest Weather Update: ১২ ডিগ্রিতে নেমে যাবে পারদ! লেপ-সোয়েটার রেডি রাখুন, জম্পেশ ঠান্ডা কবে, বলে দিল হাওয়া অফিস

Weather Update in Kolkata, West Bengal on 10th November: উত্তুরে হাওয়ার হাত ধরে ঠান্ডা আমেজ রয়েছে রাজ্যজুড়ে। আজও ১৯ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৫-১৬ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের পারদ।

Todays Latest Weather Update: ১২ ডিগ্রিতে নেমে যাবে পারদ! লেপ-সোয়েটার রেডি রাখুন, জম্পেশ ঠান্ডা কবে, বলে দিল হাওয়া অফিস
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Nov 10, 2025 | 10:32 AM

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: ফ্যান বন্ধ, রাতে কিছু একটা মুড়ি দিয়েই শুতে হচ্ছে। শীত জানান দিচ্ছে, তারা এসে গিয়েছে। হু হু করে কমছে তাপমাত্রার পারদ। পশ্চিমী হাওয়ার দাপটে কলকাতার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আগামী পাঁচ দিন এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

উত্তুরে হাওয়ার হাত ধরে ঠান্ডা আমেজ রয়েছে রাজ্যজুড়ে। আজও ১৯ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৫-১৬ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের পারদ। তবে আপাতত ঠান্ডা আমেজ থাকবে শুধু রাতে ও ভোরেই। পুরোপুরি শীত আসতে এখনও দেরি আছে। আগামী কয়েক দিনে বৃষ্টির আশঙ্কা নেই বাংলায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও তাপমাত্রা কমছে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বুধবারের মধ্যে এই তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট থাকবে। শীতের আমেজ চলবে আগামী শনিবার পর্যন্ত।

বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু‌ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে হরিয়ানাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাব থাকবে সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

কলকাতার আবহাওয়া-

কলকাতাতে পড়ছে পারদ। দিনের তাপমাত্রাও নামল। কলকাতার তাপমাত্রা আপাতত ২০ ডিগ্রির নিচেই থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে।

রাতে ও ভোরে শীতের আমেজ বাড়বে। আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ থেকে ৯০ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ছে। খুব ভোরে ও রাতে শীতের আমেজ বেশি থাকবে। তবে বেলা বাড়লেই আমেজ উধাও হয়ে যাবে। খুব সকালে হালকা কুয়াশা থাকবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।আপাতত চার-পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।পাহাড়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।