Weather Updates: শীত-সুখে ভাসছেন! সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা…কী বলছে হাওয়া অফিস?

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jan 07, 2022 | 7:58 AM

Kolkata: শীত ধরা দেবে না জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও। নেপথ্যে জোড়া শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে।

Weather Updates: শীত-সুখে ভাসছেন! সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা...কী বলছে হাওয়া অফিস?
বৃষ্টির পূর্বাভাস বাংলায়। ছবি PTI

Follow Us

কলকাতা: শেষ এক সপ্তাহ হাড়হিম না হলেও শীতের আমেজ ভোগ করেছেন বঙ্গবাসী। শীত (Winter)  নিয়ে সুখ যদিও দীর্ঘস্থায়ী নয় এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে, সোমবার থেকেই গোটা ছবিটা বদল যেতে পারে বলেই অনুমান করছেন আবহবিদরা। নেপথ্যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত তো উধাও হবেই, উপরন্তু, সোমবার থেকেই শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত। কলকাতা-সহ মোট ৭ টি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার থেকেই কলকাতার আংশিক মেঘলা থাকবে। হতে পারে বৃষ্টিপাতও। জোড়া ঝঞ্ঝার কোপে আগামী চারদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উধাও হবে শীত। বঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতার আকাশে ভোর থেকেই মিলবে ঘন কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। কাটবে কুয়াশা। আগামী ৪৮ ঘণ্টা বঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে শীত ধরা দেবে না জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও। নেপথ্যে জোড়া শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। একটি ইতিমধ্যেই কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যটি আসছে ৭-৯ জানুয়ারির মধ্যে। ফলে একটানা অনেকদিন দুর্বল থাকবে হিমেল হাওয়া। এর জেরেই মূলত সোমবার থেকে বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।

জানুয়ারির শীতলতম দিন ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার। ওই দিন, কলকাতার তাপমাত্রা কমে দাঁড়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে।  যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার তা ১৩.৫ ডিগ্রিতে নেমেছিল। বছরের শেষ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য বলছে,’২১-এ গোটা ডিসেম্বর মিলিয়ে কলকাতার রাতের তাপমাত্রার গড় থেকেছে স্বাভাবিকের উপরেই।  পরিসংখ্যান বলছে, সর্বনিম্ন তাপমাত্রার গড় দাঁড়িয়েছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিক ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাত্‍ স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শীতে তো তাপমাত্রা কম থাকবে, হল বেশি! অধরা পাশ মার্কই। কেন বেশি হয়েছে? উত্তর সহজ। ৩১ দিনের মাসে ১৮ দিনই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। ১৩ দিন পারদ ছিল স্বাভাবিক বা তার নীচে।

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “টানা ঠান্ডা পেতে হলে দুই ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক থাকতে হয়। সেই জন্যই গত ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর একটানা শীতের আমেজ পেয়েছে কলকাতা। কিন্তু দু’টি ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক না-থাকলে তাপমাত্রা নামার সময় পায় না। সেটাই হয়েছে।” তাহলে উপায়? আপাতত, শীতের জন্য চাতকের অপেক্ষা! বলছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Bengal BJP: পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভ্রাট, রাজ্যপালের ‘দুয়ারে’ বঙ্গ বিজেপি!

Next Article