Bengal Weather Update: শীত বা বৃষ্টি কিছুই নয়, এবার একটা অন্য আপডেট দিল হাওয়া অফিস, শুক্রবার থেকেই ঘুরবে খেলা
West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার। সেই কারণেই ঠান্ডার কামড় কম হবে বাংলায়। আবহাওয়া অফিস এও বলছে, শুক্রবার থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা।

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু সেই কথা কথাই রয়ে গিয়েছে। কারণ, ফের খেলা ঘুরে গেল আবহাওয়ার। মুখ থুবড়ে পড়তে চলেছে শীত। দিন তিনেক পরই ২-৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। নতুন ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোর কমবে। ফলে মাঘ মাসের শুরুতেও দিল্লির বরাদ্দে শীত জুটলেও,বাংলার বরাদ্দে শুধুই বঞ্চনা। আজ দিল্লির পারদ নামল ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। অথচ সেখানেই কলকাতার তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের পরে ১৫ ডিগ্রি ছুঁতে পারে শহরের তাপমাত্রা। আর এরই মধ্যে কুয়াশায় ঢাকবে গোটা বাংলা অন্তত তেমনই পূর্বাভাস দিল আলিপুর।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার। সেই কারণেই ঠান্ডার কামড় কম হবে বাংলায়। আবহাওয়া অফিস এও বলছে, শুক্রবার থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাকে ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
