
কলকাতা: দুর্গাপুজো প্রায় এসেই গিয়েছে। রোদ ঝলমলে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ালেও, মাঝেমধ্যেই মুখ ভার হচ্ছে আকাশের। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। একের পর এক নিম্নচাপের ফাঁড়ায় বৃষ্টি থেকে মুক্তি মিলছেই না। আবহাওয়ার (Weather Update) এই খামখেয়ালিপনা আর কতদিন চলবে? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও, উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস,উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ, ২৯ তারিখে ভোর ৬টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকবে।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা ও নদিয়াতে জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
কলকাতায় আজ সারাদিন আকাশ হালকা মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ।
অন্যদিকে, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ওড়িশা পেরিয়ে ছত্তীসগঢ়ে প্রবেশ করেছে। এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে।