
কলকাতা: জানুয়ারির মাঝখান থেকেই ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে শীত। দক্ষিণবঙ্গে ক্রমশ ফিকে হচ্ছে শীতের আমেজ। সকাল ও রাতে হালকা একটা শীত-শীত ভাব থাকলেও সারাদিন ঠান্ডার আমেজ নেই বললেই চলে। তবে দক্ষিণবঙ্গে যখন আবহাওয়ার এই দশা সেই সময় উত্তরে বদলে গেল আমেজ। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাত ও কুয়াশার সতর্কতা।
উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। অপরদিকে, দক্ষিণ-পূর্ব উত্তর-প্রদেশ থেকে উত্তর কর্ণাটক পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা। উত্তর-পূর্ব বিহারের ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাব পড়ছে বাংলায়।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সকালের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার.কোচবিহার,উত্তর দিনাজপুরে আজ ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে।আগামিকালও ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে দার্জিলিং-আলিপুরদুয়ার-কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বাকি মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে।