Weather latest update: মহালয়ার সপ্তাহ থেকেই ঘুরবে খেলা, ভরা বর্ষায় ঠাকুর দেখা! কী আপডেট দিচ্ছে মৌসম ভবন

West Bengal, Kolkata Weather Report: যদিও এখনও দিনক্ষণ স্থির করে দেয়নি আবহাওয়া দফতর, তবে ধাপে ধাপে বাড়বে বৃষ্টি। মানচিত্রে নীল রঙের অর্থ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি।

Weather latest update: মহালয়ার সপ্তাহ থেকেই ঘুরবে খেলা, ভরা বর্ষায় ঠাকুর দেখা! কী আপডেট দিচ্ছে মৌসম ভবন
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 05, 2025 | 8:19 AM

কলকাতা: শুক্রবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ। পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টির রেশ অনেকটাই কেটেছে। বৃহস্পতিবার পর্যন্তও ছিল মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কিছুটা কম। অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। ছত্তিসগঢ় হয়ে ধীরে ধীরে তা মধ্যপ্রদেশের দিকে চলে যাবে বলে জানা যাচ্ছে। তবে স্বস্তি এখনও ফেরেনি। সেপ্টেম্বরে শুধু বাংলা নয়, গোটা দেশে অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টি কিছুটা কম হলেও সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টির প্রভাব বাড়তে শুরু করবে। মৌসম ভবন থেকে প্রকাশিত রিপোর্টে আবহাওয়ার যে মানচিত্র দেখানো হয়েছে, তা থেকেই পরিষ্কার ঠিক কত বৃষ্টি হবে। এমনকী দুর্গা মূর্তির মাটি শুকোবে কি না, তা নিয়েও চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা।

মানচিত্রে নীল রঙের অর্থ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। যদিও এখনও দিনক্ষণ স্থির করে দেয়নি আবহাওয়া দফতর, তবে ধাপে ধাপে বাড়বে বৃষ্টি। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলায় তুলনায় কম বৃষ্টি হলেও গুজরাট-রাজস্থানে হবে অতিবৃষ্টি। ভেসে যেতে পারে বন্যায়।

এদিকে, আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার সপ্তাহে বাড়বে বৃষ্টি। তারপর আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও হবে ভারী বৃষ্টি।