West Bengal Weather Forecast: সপ্তাহের শেষে কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে?
West Bengal, Kolkata Weather Tomorrow: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গেই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দেখাও যেতে পারে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই এই সপ্তাহে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

কলকাতা: বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতর বলছে সুস্পষ্ট যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ওড়িশা, ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিসগঢ়ের দিকে চলে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর শক্তি আরও খানিকটা কমে যাবে। ছত্তিসগঢ় হয়ে ধীরে ধীরে তা মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। তবে কী বাংলায় বৃষ্টি হবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে পুরোদমে। এদিন আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করছে হাওয়া অফিস।
কোথায় রয়েছে মৌসুমী অক্ষরেখা?
আবহাওয়া দফতর বলছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে ওড়িশার উপর অবস্থান করছে। জয়সলমীর, কোটা, গুনা, জব্বলপুরের পর ছত্তিসগঢ়ের উপর দিয়ে গোপালপুর থেকে দক্ষিণপূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গেই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দেখাও যেতে পারে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই এই সপ্তাহে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকছে।
সপ্তাহের শেষে কোথায় কোথায় বৃষ্টি?
শুক্রবার তুলনামূলকভাবে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হতে পারে। শনিবার ও রবিবারও কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে পূর্ব দিকের জেলাগুলিতে। তুলনামূলভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
