West Bengal Weather: কবে বিদায় নিচ্ছে বর্ষা? নিম্নচাপের মধ্য়ে আরও আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর
West Bengal, Kolkata Weather Report: এদিন কলকাতায় সকাল থেকেই আকাশের মুখভার। আবহাওয়া দফতর বলছে, ইতিমধ্য়েই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে ধীরে ধীরে ওড়িশা উপকূলে পা রাখবে।

কলকাতা: পুজো পিছু ছাড়বে না বৃষ্টি? হ্য়াঁ এমনই সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। সেপ্টেম্বর মাসজুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এমনকী গোটা মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতও হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্য়েই সরকারের সব দফতরকে সতর্ক করেছে মৌসম ভবন। পুজোয়া বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও।
কী বলছে আবহাওয়া দফতর?
মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, সাতদিন আগে অনেকভালে ভাবে বোঝা যায় বৃষ্টির গতিপ্রকৃতি। তবে একমাস আগে একটা মোটের উপর আভাস পাওয়া যেতে পারে। যা দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যার মধ্যে কলকাতাও পড়ে সেখানে সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায়ও কিন্তু আশঙ্কার কথাই বলছেন। তাঁর স্পষ্ট কথা, পুজোয় বর্ষা পুরো ছন্দেই থাকছে। তা এখনই বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনাই নেই। তিনি বলছেন, “সেপ্টেম্বর মাসটা তো এমনিতেই বর্ষার মধ্যেই থাকে। অক্টোবরের ১০ তারিখের পর থেকে বর্ষা বিদায় শুরু হয়ে যায়। এবার তো দুর্গাপুজো আনেক আগে হচ্ছে। ফলে বর্ষার মধ্যেই তা থাকছে।” কিন্তু, পুজোর কোন কোন দিন কেমন বৃষ্টি হতে পারে তা এখনই বলা সম্ভব নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ফের নিম্নচাপ
এদিন কলকাতায় সকাল থেকেই আকাশের মুখভার। আবহাওয়া দফতর বলছে, ইতিমধ্য়েই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়ে ধীরে ধীরে ওড়িশা উপকূলে পা রাখবে। নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিন দিনভর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।
কোথায় কোথায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে
বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে
বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দিতে পারে
শনি ও রবিবার বৃষ্টি কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে
তুলনামূলভাবে বেশি বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে
