AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather: আদৌ কি শীত পড়বে বাংলায়? কী পূর্বাভাস হাওয়া অফিসের?

West Bengal, Kolkata Weather Report: তবে এই নিম্নচাপের প্রভাবে শীত না ঢুকলেও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বেশি গভীরে মৎস্যজীবীদের যেতে বারণ করেছেন আবহবীদরা। 

West Bengal Weather: আদৌ কি শীত পড়বে বাংলায়? কী পূর্বাভাস হাওয়া অফিসের?
আবহাওয়ার খবরImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 12:23 PM
Share

কলকাতা: গত বছর অক্টোবরে নেমেছিল তাপমাত্রার পারদ। প্রায় কুড়ি বা তার নিচে নেমে গিয়েছিল তাপমাত্রার পারদ। কিন্তু কী হবে এইবার? আজ নভেম্বরের ছয় তারিখ। অথচ এখনও কুড়ির নিচে নামেনি তাপমাত্রা। শীত তাহলে কবে পড়বে? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?

শীত নিয়ে এখনও পর্যন্ত কোনও সুখবর শোনাতে পারেনি আলিপুর। কারণ,উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নেই ঠান্ডা হাওয়ার ভাল জোগান তাই তাপমাত্রা কমছে না। একই সঙ্গে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে। তার প্রভাবে ক্রমেই জলীয় বাস্প ঢুকছে। ফলে কমছে না তাপমাত্রা।

তবে এই নিম্নচাপের প্রভাবে শীত না ঢুকলেও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বেশি গভীরে মৎস্যজীবীদের যেতে বারণ করেছেন আবহবীদরা।

হাওয়া অফিস বলছে, আজ দমদম তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে। সল্টলেকে তাপমাত্রা রয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। একইসঙ্গে জলপাইগুড়িতে তাপমাত্রা রয়েছে ১৯. ৯ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে রয়েছে ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এবার তো সারা বছরই প্রায় বৃষ্টি হয়েছে। বছর শুরু পর থেকে লাগাতার বৃষ্টি চলেছে। তবে হাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কোনওই বৃষ্টির পূর্বাভাস নেই।