AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arpita Mukherjee: জেলের ক্যান্টিন বন্ধ, মনের মতো খাবার কিনে খেতে পারছেন না অর্পিতা… পুজো কাটল বিষাদেই

Arpita Mukherjee: এই ক্যান্টিন থেকে জেলবন্দিরা নিজেদের অর্থের বিনিময়ে কুপন পান। সেই কুপন দেখিয়ে নিজের ইচ্ছামতো খাবার কিনতে পারেন।

Arpita Mukherjee: জেলের ক্যান্টিন বন্ধ, মনের মতো খাবার কিনে খেতে পারছেন না অর্পিতা... পুজো কাটল বিষাদেই
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 8:40 PM
Share

প্রদীপ্তকান্তি ঘোষ

২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা ৭৫ দিন হয়ে গেল বাড়ির বাইরে। পুজোর সময় গত বছরও চুটিয়ে মডেলিং করেছেন। এবার পুজো, লক্ষ্মী পুজো সবই গরাদের ওপারে কাটছে। শুরুতে ইডি হেফাজত এবং এখন আলিপুর মহিলা সংশোধনাগার অর্পিতার ঠিকানা।

বেলঘরিয়ার দেওয়ানপাড়া পুজোর সঙ্গে যুক্ত থাকতেন অর্পিতা। এবার কার্যত মনমরা থেকেই পুজো কাটিয়েছেন। সংশোধনাগার সূত্রে খবর, অষ্টমীতে অঞ্জলি দিয়েছেন ঠিকই, তবে আনন্দের লেশ মাত্র নেই মনে। পুজোর চারটে দিন সংশোধনাগার যা মেনু ঠিক করেছে সেই খাবারই খেতে হয়েছে আবাসিকদের। জেলের ক্যান্টিন সে সময় বন্ধ ছিল। ফলে পছন্দমতো খাবার কিনে খেতে পারেননি অর্পিতা।

এই ক্যান্টিন থেকে জেলবন্দিরা নিজেদের অর্থের বিনিময়ে কুপন পান। সেই কুপন দেখিয়ে নিজের ইচ্ছামতো খাবার কিনতে পারেন। কিন্তু পুজোর সময় জেল ক্যান্টিন বন্ধ। তাই সেখান থেকে মনের মতো খাবার আনাতে পারছেন না অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারের কোনও কোনও রক্ষী বলছেন, অনেকটাই ওজন কমেছে অর্পিতার।

পুজোর চারদিন অর্পিতাদের ব্রেকফাস্ট মেনুতে ছিল ঘুঘনি, মুড়ি, গজা, সিঙারা। অল্প বয়সীদের জন্য কেক, পায়েস, ভেজিটেবল চাউমিন। ঘুরিয়ে ফিরিয়ে চারদিন দুপুরে ভাত, আলু ভাজা, পটলের তরকারি, মাছ, মিক্সড ডাল, পনির, মটন কষা, পটলের তরকারি, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল। সঙ্গে চাটনি, রসগোল্লা। রাতের খাবার লুচি, আলুর দম, ডিমকারি, ভাত, বাঁধাকপির তরকারি, মিষ্টি। তবে এসবে মন ভরেনি অর্পিতার। সংশোধনাগার সূত্রে খবর, মায়ের সঙ্গে কথা ফোনে কথা হলেও খুব একটা সাড়া সেদিক থেকে আসেনি। অনেকে মনে করছেন, সে কারণেই বিষাদ রয়ে গিয়েছে মেয়ের মনে।