
কলকাতা: বিধানসভায় বক্তৃতা রাখছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তৃতার একেবারে মাঝপথে, কথা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আচমকাই অধিবেশন কক্ষের প্রত্যেক দরজা খোলা শুরু হল। ১৫ টি দরজা। একে একে খোলা হতে থাকে সবকটি! আকস্মিক এই ঘটনায় অবাক হয়ে যান অন্যান্য বিধায়করাও। কিন্তু কেন? স্পিকারকে সরাসরি প্রশ্নটা করেই ফেলেন বিরোধী দলনেতা।
মঙ্গলবার দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হওয়ার আগে অধিবেশন কক্ষে এসি বিভ্রাট। অধিবেশন শুরু হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তৃতা দিয়ে। ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট’ নিয়ে কথা বলছিলেন শুভেন্দু। সেই সময় একে একে অধিবেশন কক্ষের সব দরজা খুলে দেওয়া হয়। অধিবেশন কক্ষে মোট ১৫টি দরজা রয়েছে, সব কটি দরজাই খুলে দেওয়া হয়েছে।
শুভেন্দু বক্তৃতা শেষে বলেন, “সব দরজা খোলা কেন?” স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন বলেন, “এসিতে ইলেকট্রিক্যাল কিছু ফল্ট হয়েছে। তাই দরজা খোলা হচ্ছে।” ২৫ মিনিট সমস্যা চলে। ফের দরজা বন্ধ করা হয়। কিন্তু কিছুক্ষণ বিধানসভার কাজ চলার পরই আবারও একই সমস্যা। আবারও বন্ধ দরজা খোলা শুরু হয়।