জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় বাস দাঁড় করিয়ে ‘মার’ তৃণমূলের!

Apr 13, 2021 | 11:40 AM

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে উত্তেজনা নিউটাউনের (Newtown) পাথরঘাটা এলাকায়।

জয় শ্রী রাম স্লোগান দেওয়ায় বাস দাঁড় করিয়ে মার তৃণমূলের!
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ‘জয় শ্রী রাম’ বলায় কয়েক জন যুবককে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে উত্তেজনা নিউটাউনের (Newtown) পাথরঘাটা এলাকায়।

নীল ষষ্ঠী উপলক্ষে সোমবার রাতে গঙ্গার জল আনতে যাচ্ছিলেন নিউটাউনের পাথরঘাটা এলাকার কয়েক জন যুবক। ২১১ নম্বর রুটের বাসে তাঁরা যাচ্ছিলেন। সে সময় বাসের ভিতর থেকেই তাঁরা জয় শ্রী রাম স্লোগান দেন। অভিযোগ, সে সময় অমরহাটি তৃণমূল পার্টি অফিসের সামনে কয়েকজন তৃণমূল কর্মী বাস দাঁড় করিয়ে উঠে পড়েন।

আরও পড়ুন: রাজনীতি করেন না, তবুও প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে বিশেষ বার্তা দিতেই পড়ল বোমা! ভোট আবহে প্রহর গুনছে জগদ্দল

বাসের ভিতরেই ওই যুবকদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। এ দিন সকালে পাথরঘাটা এলাকায় ২১১ নম্বর রুট অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আক্রান্তরা। সঙ্গে ছিলেন স্থানীয়রাও। ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে, অবরোধ তুলে নেন তাঁরা।

Next Article