AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: হুইলচেয়ারে বসে ভাঙা পা দোলাচ্ছেন মমতা! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

গত ১০ মার্চ, বুধবার মনোনয়ন জমা দেওয়ার দিন বিরুলিয়ায় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে।

ভিডিয়ো: হুইলচেয়ারে বসে ভাঙা পা দোলাচ্ছেন মমতা! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট
| Edited By: | Updated on: Apr 03, 2021 | 11:17 AM
Share

কলকাতা: নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াই শেষ। এখন ২ মে একুশের ভোটের (West Bengal Assemby Election 2021) ফল প্রকাশের অপেক্ষা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভিডিয়ো ঘিরে শুরু হল নয়া বিতর্ক। ছড়িয়ে পড়া এই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্লাস্টার বাঁধা ভাঙা পা দোলাচ্ছেন তিনি। আবার ব্যান্ডেজ করা বাঁ-পায়ের উপর ডান পা তুলে রাখতেও দেখা গিয়েছে মমতাকে। এই ভিডিয়োকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীকে তীব্র কটাক্ষ করল বিজেপি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tv9 বাংলা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়ো নন্দীগ্রামেরই বলে দাবি করেছে বিজেপি। কারণ, ভিডিয়োয় দেখা গিয়েছে মমতার কাছে একজন চা ওয়ালা এসে জানাচ্ছেন, তাঁকে দিদি চিনতে পারছেন কিনা। ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে ‘দিদি চা নিয়ে আসব আমি?’ খোশমেজাজে থাকা মমতাকে বলতে শোনা যায়, “ও সেই দোকানদার তুমি?” এর পর চা আনার সম্মতিও দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের জন্য চা অর্ডার করার কথাও বলতে শোনা যায় তৃণমূল নেত্রীকে। প্রসঙ্গত, ভোট প্রচারে গিয়ে এর আগে নন্দীগ্রামে এক চা দোকানে ঢুকে চা বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

এই ভিডিয়োকে কেন্দ্র করে শুরু হয়েছে নয়া বিতর্ক। হুইলচেয়ারে বসা মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়া পা নাড়ানো নিয়ে বিজেপি নেতাদের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী যে ‘নাটক’ করছিলেন তা প্রমাণিত। শুক্রবার বিকেলের একটি ফেসবুকে পোস্টে রাজ্য বিজেপি-র মুখপাত্র প্রণয় রায় লেখেন, ‘‘আমি জ্যোতিষী নই। কিন্তু একাধিক টিভি চ্যানেল এ অনেক আগেই আমি বলেছিলাম নন্দীগ্রামের ভোট হয়ে গেলেই পা ঠিক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ছবিটি।…”

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মমতা বসে রয়েছেন তৃণমূলের কোনও দলীয় কার্যালয়ে। যা নিয়ে বিজেপি-র দাবি, এটা তৃণমূলের নন্দীগ্রামের দফতর। সেখানেই টেবিলের তলা দিয়ে মমতাকে চোটগ্রস্ত বাঁ-পা দোলাতে দেখা যাচ্ছে। একটা সময়ে ব্যান্ডেজ করা বাঁ-পায়ের উপর ডান পা তুলে রাখছেন তিনি। এ নিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, “যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তারপর বলব, এবার পায়ের ব্যান্ডেজ খুলে স্বাভাবিক ভাবে হাঁটুন।” যদিও এই ভিডিয়ো নিয়ে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। অন্যান্য সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তৃণমূলের দাবি, ভাঙা পায়ে তিনি কখনও চাপ দেননি।

তবে রাজনৈতিক বিতর্ক যাই হোক না কেন অস্থি বিশেষজ্ঞ উৎপল বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রীর এই পা নাড়ানোর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না। তিনি জানান, এই ধরনের আঘাতের ক্ষেত্রে তিন সপ্তাহ পর থেকে ‘মুভমেন্ট’ অস্বাভাবিক নয়। বরং মুখ্যমন্ত্রীর পা নাড়ানো দেখে বোঝা যাচ্ছে, ওনার চোট ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

বিস্তারিত পড়ুন: ‘কারোর ভাতিজা বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না’, TV9 বাংলা-কে বললেন শাহ

প্রসঙ্গত, গত ১০ মার্চ, বুধবার মনোনয়ন জমা দেওয়ার দিন বিরুলিয়ায় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজ্য রাজনীতিতে। তাঁর আঘাতের পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন মমতা। তার পর প্রকাশ্য সভা থেকে এই আঘাতের জন্য তিনি সরাসরি দায়ী করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। এর মধ্যে এই নয়া ভিডিয়ো নিয়ে শুরু হল নয়া বিতর্ক।