কলকাতা: কোনও পেট্রোল পাম্পেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা চলবে না। থাকলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। তৃণমূল (TMC)-এর আপত্তিকে মান্যতা দিয়ে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী বাংলায় প্রথম দফার মনোনয়ন শুরুর আগে সোমবার কমিশনের কড়া নির্দেশ, কোনও পেট্রোল পাম্পে মোদীর ছবি থাকলে তা অবিলম্বে সরিয়ে দিতে হবে।
পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে টুইটে অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। এরপর গত বুধবার ডালহৌসির নির্বাচনের কমিশনের অফিসে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানান মন্ত্রী ফিরহাদ হাকিমরা। তাঁর কথায়, ‘মোদীর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি বহু পেট্রোল পাম্পেও মোদীর ছবি রয়েছে। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও নানা কৌশলে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি।’ একই অভিয়োগ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও।
এছাড়াও শহিদ মিনার ময়দানে কীর্তন সমাজের অনুষ্ঠানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ভাতা ঘোষণা প্রসঙ্গেও সরব হয় রাজ্যের শাসক দল। ফিরহাদ হাকিমের অভিযোগ, রাজনৈতিক অনুষ্ঠান থেকে কখনওই কোনও ভাতার ঘোষণা করা যায় না। তার পর তৃণমূলে চার সদস্যের তৃণমূল প্রতিনিধিদল এই বিষয়টিও কমিশনের কাছে তুলে ধরেছিলেন। এছাড়াও করোনা ভ্যাকসিন নেওয়ার পর ডিজিটাল শংসাপত্রে কেন প্রধানমন্ত্রীর ছবি তা নিয়েো প্রশ্ন কমিশনে দরবারে করেছিলেন তাঁরা।
আরও পড়ুন: টিকিট পেয়েই ধাক্কা লাভলির, সৌম্যকে এসপি-র পদ থেকে অপসারণ কমিশনের
তৃণমূলের দাবির প্রেক্ষিতে এদিন নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, কোনও পেট্রোল পাম্পে মোদীর ছবি থাকা যাবে না। যদি এখনও থেকে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। তবে কৈলাস বিজয়বর্গীয়র অভিযোগের প্রেক্ষিতে কমিশন কোনও পদক্ষেপ করছে কিনা তা এখনও জানা যায়নি।