কলকাতা: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে দ্বিতীয় দফার ভোট। বৃহস্পতিবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি জানান এদিন ভোটপর্বে মোট ১ হাজার ৬০৫ টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ২৮ জনকে। পাশাপাশি ১৪৪ ধারা জারির পরেও নন্দীগ্রামে কীভাবে এত মানুষ জড়ো হয়েছিলেন তা নিয়ে প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
এদিন রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০ টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে নজরকাড়া কেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। পরিবারের দাবি, কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই চাপ সহ্য করতে না পেরেই ওই বিজেপি কর্মী আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই প্রেক্ষিতে কমিশনের প্রাথমিক রিপোর্টও বলছে আত্মহত্যা করেছেন ওই বিজেপি কর্মী। এছাড়াও কেশপুরে উত্তম দলুই আহত হওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেশপুরের গুনাহারায় হামলার ঘটনায় ১৪ জন মহিলা-সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আরিজ আফতাব।
এদিন বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রামের বয়াল কেন্দ্র। ছাপ্পার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ওই কেন্দ্র। রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করেছিলেন ক্ষুব্ধ মমতা। নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয় নির্বাচন কমিশনও। যার প্রেক্ষিতে আরিজ আফতাব জানিয়েছেন মমতার সেখানে যাওয়ার পরপরই আধিকারিকরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। তাছাড়া ১৪৪ ধারা জারির পরেও কীভাবে এত লোক জড়ো হয়েছিলেন তার রিপোর্ট চেয়েছে কমিশন।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে কী উঠে এসেছে তা শুক্রবার সন্ধ্যে ৬ টার মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে মমতা প্রায় দেড় ঘন্টা থাকলেও ভোটদানে কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন ভোট পর্যবেক্ষক। কমিশন জানিয়েছে, ওই বুথে ৭৪ শতাংশ ভোট পড়েছে।