কলকাতা: ইস্তেহার ছাড়া প্রচার কী ভাবে? জবাব নেই কংগ্রেসের কাছে, অসুবিধায় প্রার্থীরা। ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই। প্রথম দফার প্রচার শেষ হতে আর মোটে তিন দিন। এখনও নির্বাচনী প্রতিশ্রুতি (West Bengal Assembly Election 2021) কেন প্রকাশ করতে পারল না কংগ্রেস (Congress)?
বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরি করতে বাংলার মানুষকে কী বার্তা দেবে কংগ্রেস? উত্তর পাওয়া কঠিন। কারণ বিধানসভা ভোটের ছ’দিন বাকি থাকতেও ইস্তেহার প্রকাশ করে উঠতে পারেনি শতাব্দীপ্রাচীন দলটি। এ নিয়ে দলের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন, বঙ্গযুদ্ধ নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা আদৌ কতটা আন্তরিক?
নির্বাচনী ইস্তাহার প্রকাশের ব্যাপারে কংগ্রেসের গড়িমসি নতুন নয়। কিন্তু এই মানসিকতা নিয়ে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে লড়াই সম্ভব কি? প্রার্থীতালিকা নিয়েও ক্ষোভ রয়েছে দলের একাংশের। সে কথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তাঁরা। তাঁদের কথা ভেবে না দেখা হলে যে কোনও পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়ে রেখেছেন।
ইস্তাহার প্রকাশে দেরি নিয়ে আবার মাথা ঘামাতে নারাজ মুর্শিদাবাদের পোড়খাওয়া কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী। তাঁর বক্তব্য আমজনতা বিলক্ষণ চেনেন কংগ্রেসকে। ইস্তেহার না থাকলে প্রার্থীদের প্রচারে অসুবিধা হতে পারে, সে কথা কিন্তু দলেরই নানা অংশ থেকে শোনা যাচ্ছে। তার উপর রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশের পর তোলপাড় নানা মহলে। এমন অবস্থায় কংগ্রেসের এই মানসিকতা তাদের লড়াইয়ে আরও পিছনে ফেলে দেবে না তো?