‘কুৎসা না করলে এঁদের চলে না,’ কবীর সুমনের আক্রমণে মুগ্ধ শতরূপ

তাঁর গানের লাইন ব্যবহার করে ফেসবুকে পোস্ট করায় কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ (ShatarupGhosh) কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কবীর সুমন (Kabir Suman)।

'কুৎসা না করলে এঁদের চলে না,' কবীর সুমনের আক্রমণে মুগ্ধ শতরূপ
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2021 | 11:44 AM

কলকাতা: ‘টুম্পা সোনা’ থেকে ‘উরি উরি বাবা’ বিভিন্ন গানের প্যারোডি এবং বুদ্ধিদীপ্ত মিমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একুশের ভোট প্রচারে ঝড় তুলেছে বামেরা। তবে তাঁর গানের লাইন ব্যবহার করে ফেসবুকে পোস্ট করায় কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ (Shatarup Ghosh) কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কবীর সুমন (Kabir Suman)। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে কবীর সুমন দাবি করলে একদিকে তাঁর নামে কুৎসা করে বামেরা। অন্যদিকে তাঁরই গানের লাইন উদ্ধৃতি চিহ্ন না দিয়ে প্রচার করে তারা। আর এ নিয়ে শতরূপকে ফেসবুকে ব্যঙ্গ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ।

ঠিক কী ঘটেছে?

গত ২৫ ফেব্রুয়ারি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলেন শতরূপ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কয়েকজন বামকর্মীর ‘ব্রিগেড চলো’ পোস্টার হাতে ধরা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, “দিকে ওদিকে দেখো, কিছু গাছ আছে বাকি এই আকালেও আনাগোনা করে নাছোড়বান্দা পাখি।” প্রায় একমাস পুরনো সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেছেন কবীর সুমন। তাতে তিনি লেখেন, “রাজ্য বিধানসভার ভোটে সিপিএম  (CPIM) প্রার্থী শতরূপ ঘোষ আমার লেখা গানের লাইন হুবহু ব্যবহার করেছেন উদ্ধৃতিচিহ্ন না দিয়ে, লেখকের নাম উল্লেখ না করে। একদিকে আমার নামে কাঁচা গালাগাল আর কুৎসা না করলে এঁদের চলে না, আর অন্যদিকে…”

 

প্রসঙ্গত, শতরূপের পোস্টে লেখা লাইনগুলি কবীর সুমনের অতি জনপ্রিয় গান ‘পাড়ার ছোট্ট পার্ক’- এর কয়েকটি পংক্তি। কিন্তু কেন সেই পংক্তি উদ্ধৃতি ছাড়া কিংবা লেখকের নাম ছাড়া পোস্ট করা হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন কবীর সুমন। সেই সঙ্গে তাঁর গানের লাইন ব্যবহার করা নিয়ে তিনি বামেদের খোঁচা দিয়েছেন।

এদিকে কবীর সুমনের এই অনুযোগ অবশ্য গায়ে মাখতে নারাজ শতরূপ। বরং কবীর সুমন যে তাঁর আঙুল দিয়ে যে শতরূপের নাম লিখেছেন, তাতেই সিপিএম প্রার্থী মুগ্ধ। তাঁর কথায়, “আমি তো এজীবনে কোনওদিন কবীর সুমনের নামে গালাগাল বা কুৎসা করেছি বলে মনে পড়ে না। বরং আমার চেনা পরিচিত সবাই আমাকে সুমনের অন্ধ ভক্ত বলেই চিরকাল জানে। যাই হোক, যে আঙুল দিয়ে উনি অমন অমর গান লিখেছেন, সেই আঙুল দিয়েই যে তিনি আমার নাম লিখেছেন, না হয় রাগ করেই, এটাই আমার জীবনের প্রাপ্তি।”

আরও পড়ুন: ফের জোটে জট! প্রার্থী বদল চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ কংগ্রেসের

প্রসঙ্গত, এবারের ভোটমুখী বাংলা গানময়। আর সেই তরজায় গায়ক কবীর সুমন মমতার পাশে। মমতার জন্য একখানি আস্ত গানই বেঁধে ফেললেন নাগরিক কবিয়াল। তিনি বহুদিন থেকেই রাজনৈতিক ভাবে মমতাপন্থী। সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মত, কখনও-সখনও মমতার সঙ্গে দূরত্ব রচিত হয়েছে সুমনের। কিন্তু সেই সব পর্যায় অতীত। সুমন এখন আবারও মমতার পাশে। আর এই প্রেক্ষিতে সিপিএম নেতার পুরনো পোস্ট তুলে তাঁকে আক্রমণ শানালেন সুমন।