কলকাতা: দ্বিতীয় দফার ভোট শেষ হতে না হতেই কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর (Central Force) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডেপুটি নির্বাচন কমিশনাকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুদীপ জৈনকে (Sudeep Jain) চিঠি দিয়ে তিনি দাবি করেছেন, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একটি নয়, বৃহস্পতিবার একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা।
আজ সকাল থেকেই নন্দীগ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছিল। তৃণমূল ও বিজেপি, উভয় শিবিরই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলে। এই অবস্থায় সকাল গড়িয়ে দুপুর হতেই বয়ালের ৭ নম্বর বুথে হাজির হন মমতা। সেখান থেকে সোজা রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে নালিশ করেন তিনি। ঘণ্টাদুয়েক পর সেখান থেকে বেরিয়ে আসার পর ওই একই বুথে উপস্থিত হন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
বিকেলে ডেপুটি কমিশনারকে একটি চিঠি দিয়ে মমতা লেখেন, “বহু বুথে ভোটারদের পরিচয়পত্র দেখতে চাইছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।” চিঠিতে কমিশনের নিয়মাবলীর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কেন্দ্রীয় বাহিনী কোনও ভোটারের পরিচয়পত্র চাইতে পারে না।”
আরও পড়ুন: ‘নিশ্চুপ কমিশন’, করজোড়ে ক্ষমা চেয়ে কটাক্ষ মমতার
ভোটার কার্ড না থাকলেও অনেক সময় আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দিতে দেওয়া হয়। অথচ নন্দীগ্রামে উল্টো ছবি দেখা যাচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেছেন মমতা। বিভিন্ন বুথের অন্দরে আধাসেনার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। এখন সবে দু’দফা ভোট হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য কমিশন যাতে পদক্ষেপ করে সেই আর্জি জানিয়েছেন মমতা।
আরও পড়ুন: ‘সকাল ৭ টা থেকে মার্কেটে শুধুই শুভেন্দু, মমতা প্রচার পেতে নাটক করছেন’