বাংলায় ভোট প্রচারে ২ লক্ষ ৮০ হাজার টাকা করে বাড়তি খরচে অনুমতি কমিশনের

ঋদ্ধীশ দত্ত |

Feb 03, 2021 | 9:02 PM

বাড়তি এই ১০ শতাংশ খরচ আদৌ পর্যাপ্ত কিনা তা খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশন একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছে। তবে এই অতিরিক্ত টাকা যাতে অপ্রয়োজনীয় কোনও খাতে খরচ না রাখা হয় সেদিকেও নজর রাখবে কমিশন।

বাংলায় ভোট প্রচারে ২ লক্ষ ৮০ হাজার টাকা করে বাড়তি খরচে অনুমতি কমিশনের
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: করোনাকালে সাধারণ মানুষের পকেটে টান পড়লেও ভোটের প্রচারে প্রার্থীদের হাত আরও খুলে দিল নির্বাচন কমিশন (Election Commission)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রচারে প্রার্থীদের প্রচারের জন্য বরাদ্দ খরচ সম্প্রতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে একজন প্রার্থী বিধানসভা ভোট পিছু ২৮ লক্ষ টাকা খরচ করতে পারতেন। কমিশনের পক্ষ থেকে সেই খরচের সীমা বাড়িয়ে ৩০ লক্ষ ৮০ হাজার টাকা করা হয়েছে। করোনার কারণেরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

সার্বিক কোভিড পরিস্থিতির মাথায় রেখেই বাড়তি খরচে সায় দিয়েছে নির্বাচন কমিশন। মোট খরচের উপর অতিরিক্ত ১০ শতাংশ খরচ বাড়ানো হয়েছে। বাড়তি এই ১০ শতাংশ খরচ আদৌ পর্যাপ্ত কিনা তা খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশন একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছে। তবে এই অতিরিক্ত টাকা যাতে অপ্রয়োজনীয় কোনও খাতে খরচ না রাখা হয় সেদিকেও নজর রাখবে কমিশন।

এর জন্য আয়কর ও আবগারি দফতরের নোডাল অফিসারদের প্রশিক্ষণ দেবেন কমিশনের কর্তারা। কোথায়, কীভাবে, কত টাকা খরচ হচ্ছে সেদিকে তাঁরা নজর দেবেন। কোন খাতে এই অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে তা নিয়ে স্বচ্ছতা রাখতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও কমিশনকে জানাতে হবে। তবে কেবল বিধানসভা ভোটের জন্য নয়। লোকসভা ভোটের ক্ষেত্রেও এবার ১০ শতাংশ অতিরিক্ত টাকা প্রার্থীরা খরচ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: হলদিয়ায় মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে কী বললেন দেব?

করোনার আসার পর মাস্ক ও স্যানিটাইজার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সেই সঙ্গে দূরত্ববিধি মানার কথাও মাথায় রাখতে হবে। ফলে খরচ যে কিছুটা হলেও বেশি হবে সেটা কমিশন বুঝতে পেরেই এই পদক্ষেপ করেছে।

আরও পড়ুন: ‘আমি মুখ খুললে বটগাছ নড়ে যাবে’, শুরুটা করেছিলেন মমতা, পর্দাফাঁস করলেন রাজীব

 

Next Article