West Bengal Assembly: শুভেন্দুর ঘরের বাইরে মহিলার হাওয়াইচটি, ঢোকার মুখেই দেখা গেল… বিধানসভায় যা আজ হল, তা আগে কখনও হয়নি

West Bengal Assembly: জানা গিয়েছে, ওই পাঁচটি চটিও মহিলাদের। শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক একাধিক জনের সঙ্গে কথা বলেন, মার্শাল, ডেপুটি মার্শালের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। দীর্ঘসময় ধরে শুভেন্দুর ঘরের বাইরে ওই চটি পড়ে রয়েছে।

West Bengal Assembly: শুভেন্দুর ঘরের বাইরে মহিলার হাওয়াইচটি, ঢোকার মুখেই দেখা গেল... বিধানসভায় যা আজ হল, তা আগে কখনও হয়নি
বিধানসভায় শুভেন্দুর ঘরের বাইরে পড়ে হাওয়াইচটি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2025 | 12:15 PM

কলকাতা: বিধানসভায় নজিরবিহীন কাণ্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরের সামনে জড়ো হয়ে পড়েছিল পাঁচ জোড়া হাওয়াই চটি। তাতেও আবার রয়েছে ভেরিয়েশন। পাঁচ রঙের পাঁচ জোড়া হাওয়াই চটি পড়েছিল শুভেন্দুর ঘরের সামনে। বিধানসভার মুখ্য সচেতকের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক। মুখ্য সচেতক জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেননা।

জানা গিয়েছে, ওই পাঁচটি চটিও মহিলাদের। শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক একাধিক জনের সঙ্গে কথা বলেন, মার্শাল, ডেপুটি মার্শালের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউ কোনও সদুত্তর দিতে পারেননি। দীর্ঘসময় ধরে শুভেন্দুর ঘরের বাইরে ওই চটি পড়ে রয়েছে।

শুভেন্দুর ঘরের বাইরে পড়ে হাওয়াইচটি

কারা করলেন, তা নিয়েই এখন বিধানসভায় শোরগোল। কারা করেছেন, ডেপুটি মার্শাল এই বিষয়টি খতিয়ে দেখছেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু বিধানসভায় এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি।

শুভেন্দুর ব্যক্তিগত সহায়ক প্রদীপ ভট্টাচার্য বলেন, “আমি মার্শালকে খবর দিলাম। মার্শাল ডেপুটি মার্শালকে পাঠালেন। তাঁরা ছবি তুলে নিয়ে গিয়েছেন। সিসিটিভি দেখার কথা বলেছি। কেউ এসে ফেলে গিয়েছেন কিনা, সেটাই দেখুন।”