কলকাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। আর এবার সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার দাবি উঠল বিধানসভার অন্দরেও। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার অধিবেশনের উল্লেখ পর্বে সরকারি কর্মচারীদের জন্য সওয়াল করলেন। সরকারি কর্মচারীদের সর্বস্তরের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সুর চড়ালেন বিরোধঘী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা-সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। অস্থায়ী চুক্তি-ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন কাঠামো ও সম কাজে সম বেতন চালুর প্রয়োজনীয়তার কথাও এদিন তুলে ধরেন তিনি।
সময়ের সঙ্গে সঙ্গে যে বাজার দর বাড়ছে, সেই কথাও এদিন বিধানসভার অধিবেশনের উল্লেখ পর্বে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্য সরকারের নিয়োগে অনীহা নিয়েও খোঁচা দেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের যে সমস্ত অনুমোদিত পদ রয়েছে, তার মধ্যে কয়েক লাখ পদ খালি পড়ে রয়েছে। নিয়োগকারী সংস্থা রয়েছে, কিন্তু সেখানে নিয়োগ হচ্ছে না। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা যে চাকরির দাবিতে রাস্তায় বসে রয়েছেন দিনের পর দিন, সে কথাও আজ বিধানসভায় উঠে আসে বিরোধী দলনেতার কথায়। তাঁর দাবি, সরকার যেন আলোচনা করে এই সব সমস্যার সমাধান করে। একইসঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা দেওয়ার দাবিতেও সুর চড়ান শুভেন্দু।
বিরোধী দলনেতার দাবি, আগামী ৬ মাসের মধ্যে সব সরকারি পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হোক। বিভিন্ন আন্দোলনকারীদের সঙ্গে কেন রাজদ্য সরকার আলোচনায় বসতে পারছে না, তা নিয়েও প্রশ্ন শুভেন্দুর। রাজ্যের বর্তমান সরকারকে ‘এক অমানবিক সরকার’ বলেও নিশানা করেন বিরোধী দলনেতা।