Nawsad Siddique: গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বিবাদ, নওশাদ বললেন, ‘ভালবেসে চড় মারলে মানব,গরম দেখালে ছাড়ব না’, হাত ধরে নিয়ে গেলেন অরূপ

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2025 | 7:15 PM

Assembly: আইএসএফ বিধায়কের দাবি, একটি সংবাদ মাধ্যম তাঁর কাছে সাক্ষাৎকার চেয়েছিলেন। সেই সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার তিনি বিধানসভার ৩ নম্বর গেটে দাঁড়ান। এই গেট থেকেই আবার মুখ্যমন্ত্রীর কনভয় বেরনোর কথা। বিধায়কের অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক ওসিকে তিনি প্রশ্ন করেন, "স্যর CM ম্যাডাম আছেন?"

Nawsad Siddique: গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বিবাদ, নওশাদ বললেন, ভালবেসে চড় মারলে মানব,গরম দেখালে ছাড়ব না, হাত ধরে নিয়ে গেলেন অরূপ
নওশাদ সিদ্দিকি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: তুমুল তর্কাতার্কি বিধানসভার বাইরে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি বেরনো নিয়ে সমস্যা। প্রতিবাদে বিধানসভার গেটের বাইরে গাড়ি দাঁড় করিয়ে দিলেন নওশাদ। পুলিশের সঙ্গে তর্কাতার্কিতে জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। শেষে নওশাদকে বোঝাতে আসরে অরূপ বিশ্বাস।

আইএসএফ বিধায়কের দাবি, একটি সংবাদ মাধ্যম তাঁর কাছে সাক্ষাৎকার চেয়েছিলেন। সেই সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার তিনি বিধানসভার ৩ নম্বর গেটে দাঁড়ান। এই গেট থেকেই আবার মুখ্যমন্ত্রীর কনভয় বেরনোর কথা। বিধায়কের অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক ওসিকে তিনি প্রশ্ন করেন, “স্যর CM ম্যাডাম আছেন?” নওশাদের দাবি সেই উত্তর ওসি ঔদ্ধত্যের সঙ্গে জবাব দেন। এরপর ফের বিধায়ক প্রশ্ন করেন, “আমি তো আপনার সঙ্গে ভালভাবেই আচরণ করলাম। আপনি এভাবে কথা বলছেন কেন?” পাল্টা ওসি নাকি বলেন, “যান…যান…।”

এরপরই ক্ষুব্ধ হন নওশাদ। তিনি দাবি জানান, যতক্ষণ পর্যন্ত ওই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক এসে তাঁকে (নওশাদকে) বলছেন যে তিনি (ট্রাফিক ওসি) গাড়ি সরাবেন না। এরপর আরও পুলিশ আধিকারিক এসে জড়ো হন সেখানে। নওশাদকে বলতে শোনা যায়, “আমায় আপনারা যেখানে নিয়ে যাওয়ার চলুন। শুধু ৫টা ৫০-এ এক গ্লাস পানি দেবেন।” এবার এই তর্কাতর্কির মাঝেই ময়দানে নামেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নওশাদকে ডাকেন। হাত ধরে নিয়ে চলে যান। তখনও যেতে-যেতে নওশাদ বলেন, “ভালবেসে চড় মারবেন মেনে নেব, কিন্তু গরম দেখালে ছাড়ব না….।”