
প্রদীপ্তকান্তি ঘোষ ও সৌরভ গুহ: সেল ট্যাক্স সংশোধন বিল! বলতে উঠলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু তখনই কক্ষ ত্যাগ করে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা। বিধানসভায় নজিরবিহীন কাণ্ড। উত্তপ্ত বিধানসভা অধিবেশন। বিজেপি বিধায়কদের কক্ষ ত্যাগ নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
বৃহস্পতিবার সেল ট্যাক্স সংশোধন বিলটি নিয়ে আলোচনা ছিল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন বলতে উঠেছিলেন, তখন বিজেপি বিধায়করা কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান। তাতেই ক্ষুব্ধ হন মন্ত্রী। চন্দ্রিমার বক্তব্য, বিরোধীরা বিল নিয়ে আলোচনা করেন কিন্তু মন্ত্রী যখন জবাবি ভাষণ দেন, তখন তাঁরা কক্ষ ত্যাগ করেন। এটা চরম অসৌজন্যের। উঠে দাঁড়িয়ে চন্দ্রিমা বলতে থাকেন, “এটা অন্যায়, এটা অন্যায়। এরপর থেকে ওঁরা যখন বলব, তখন আমরাও আর থাকব না।”
স্পিকারের উদ্দেশে চন্দ্রিমা বলেন, “বিধানসভার রুলস অ্যান্ড রেগুলেশন স্ট্র্যাটেজি বদল করুন।” ক্ষোভ প্রকাশ করে ট্রেজারি বেঞ্চও। অধ্যক্ষ জানান, এরপর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। এটা অসৌজন্য।
কিন্তু পাল্টা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এক্সপাঞ্জ এখনই করতে হবে। কারণ এটা বারবার হচ্ছে।” পরিস্থিতি বুঝে স্পিকার বলেন, “এই নিয়ে তো রুল আছেই। ফলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করার কথা ঘোষণা করলাম।” বিধানসভায় নজির বিহীন ঘটনা।
যদিও বিজেপি বিধায়কদের বক্তব্য, আলোচ্য বিলটি পড়ে দেখবার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে । তাই তাঁরা আগেই জানিয়েছিলেন, তাঁরা এই বিলের ওপর আলোচনা করবেন কিন্তু মন্ত্রীর বক্তব্য শুনবেন না ।