AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Privilege Motion against Suvendu Adhikari: গৃহীত হল শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, স্পিকারের দাবি, অভিযোগ ‘সত্যি’

Privilege Motion against Suvendu Adhikari: বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিলেন চার বিধায়ক।

Privilege Motion against Suvendu Adhikari: গৃহীত হল শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, স্পিকারের দাবি, অভিযোগ 'সত্যি'
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 1:41 PM
Share

কলকাতা : চার বিধায়কদের আনা অভিযোগ সত্য। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জানিয়েছিলেন চার বিধায়ক। বুধবারই বিধানসভায় সেই অভিযোগ সামনে আসে। আর বৃহস্পতিবার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি বিধায়কের বিরুদ্ধে আনা অভিযোগগুলি প্রাথমিকভাবে সত্য বলে জানা গিয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিশদে জানতে তা প্রিভিলেজ কমিটিতে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিধায়ক কৃষ্ণ কল্যানী, সৌমেন রায়, বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন। বৃহস্পতিবার সেই নোটিস গৃহীত হওয়ার কথা জানালেন স্পিকার। আয়কর সংক্রান্ত অভিযোগ এনে ফাঁসিয়ে দেওয়া হবে, এমনকি গুলি করে দেওয়া হবে, এমন হুমকিও নাকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে বুধবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেবে প্রিভিলেজ কমিটি।

বিধায়ক কৃষ্ণ কল্যানী জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যে ভাবে তাঁকে হুমকি দেওয়া হয়েছে, তাতে ওই বিধায়কদের নিরাপত্তা বাড়ানো উচিৎ বলে মনে করেন তিনি।

বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পর কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রীকে কিছু একটা বলতে দেখা যায় তাঁদের। এরপরই দেখা যায় পার্থ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন কৃষ্ণ কল্যাণীর অভিযোগের কথা উল্লেখ করেন। পার্থ অনুরোধ করার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীকে বলার সময় দেন। এরপরই বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী উঠে দাঁড়িয়ে অভিযোগ জানান শুভেন্দুর বিরুদ্ধে। তাঁর দাবি, শুভেন্দু তাঁকে বলেছেন, ‘কত সাহস দেখে নেব। তোমার বিরুদ্ধে আয়কর লাগিয়ে দেব।’

এরপরই মুখ্যমন্ত্রী উঠে দাঁড়িয়ে অধ্যক্ষকে বলেন, ‘লক্ষ্য করুন, ইডি, সিবিআই, আয়কর কারা নিয়ন্ত্রণ করে। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা উচিত।’ এরপর আজ সেই নোটিস গৃহীত হল। তবে বিজেপির দাবি, এরকম কোনও কথা অন রেকর্ড বলেননি শুভেন্দু অধিকারী। ওই নোটিসকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির।

আরও পড়ুন : Deucha Pachami Case On High Court: ‘আন্দোলন করার সকলের অধিকার আছে’ দেউচা-পাচামির আন্দোলন নিয়ে পর্যবেক্ষণ আদালতের