কলকাতা: শুক্রবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে অধিবেশনে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। হাতে আলু, থালা হাতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
এ দিন অধিবেশন চলাকালীন মূল্যবৃদ্ধি নিয়ে বলতে শুরু করেন বিজেপি বিধায়করা। এরপর শুভেন্দু অধিকারী অধিবেশনে বলেন, “পুরানো ট্যারিফে বিদ্যুৎ নিয়ে আসা হোক।” রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “সিইএসসি স্ল্যাবটা ভেঙে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক টাকাও বিদ্যুতের দামটা বাড়াতে দেননি।” পাল্টা শুভেন্দু অধিকারী বলেন,”পুরোনো ট্যারিফ চলে গেলে সুবিধা হত। আপনারা বলছেন, দাম বাড়ানো হয়নি,জানেন না।”
শুভেন্দুর বক্তব্যের পর ময়দানে নাম রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস। দাম বৃদ্ধি নিয়ে পাল্টা দোষারোপ করেন বিজেপি-কে। বলেন, “কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না। বেশি দামে কয়লা কিনতে হচ্ছে। সাত বছরে বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুতের দাম বেড়েছে। আমরা এক পয়সাও বাড়াইনি।” একই সঙ্গে শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বলেন, “বিরোধী দলনেতার কাছে সম্পূর্ণ তথ্য নেই। কেন্দ্রীয় সরকার কয়লা দিচ্ছে না। বেশি দামে কিনতে হচ্ছে। আমাদের দাম একই আছে। বিজেপি শাসিত রাজ্যে দাম বেড়েছে। আমাদের সরকার এক পয়সা দাম বাড়ায়নি।” তাঁকে আবার সঙ্গ দিয়ে শোভনদেব বলেন, “ইলেকশন বন্ডের সময় কোথায় ছিলেন? ওষুধের দাম যখন বাড়ালেন তখন কোথায় ছিলেন?” এরপরই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।