কলকাতা: শিক্ষা দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার ব্রাত্য বসুর উপস্থিতিতে এই বৈঠকে চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ নিয়ে বারবার রাজ্যকে হাইকোর্টে ছুটে যেতে হয়েছে। একের পর এক মামলা, সিবিআই তদন্তের নির্দেশ, ইডির তল্লাশি থেকে শুরু করে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের চাকরি বিতর্ক, চাকরি থেকে অপসারণ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারি। এরপরও বিন্দুমাত্র নিয়োগ বিতর্কের ঝাঁঝ কমেনি। বরং উত্তরোত্তর তা বেড়েই চলেছে।
এরই মধ্যে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসির চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে বৈঠকে বসেন শুক্রবার। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে এই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ। সেই বৈঠক থেকে বেরিয়ে চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। জানান, তাঁদের শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে।
এক চাকরি প্রার্থী শহিদুল্লা বলেছিলেন, “আমাদের আলোচনা হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই আলোচনা সম্পূর্ণ রূপে ইতিবাচক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বললেন, নবম থেকে দ্বাদশ মেধাতালিকাভূক্ত প্রত্যেক পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে, সেগুলিকে পার করে উনি আমাদের নিয়োগের পরিপূর্ণরূপে ব্যবস্থা করবেন, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করলেন। আমাদের পরবর্তী মিটিং আছে শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং চেয়ারম্যানের সঙ্গে। সেটা শিক্ষামন্ত্রীর ভবনেই হবে।”
তার আগে সোমবার বিকাশ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। যেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিক। সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কীভাবে প্রশাসনিক জট কাটানো যায়, তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। শিক্ষা দফতরের এই বৈঠকের পর কোন দিকে ঘটনাপ্রবাহ এগোয়, সোমবার নজর সেদিকেই। প্রসঙ্গত, আগামী ৮ অগস্ট বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন ব্রাত্য বসু। থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও।